Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০৫:২৭ পিএম


আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি ওপেনার লিটন দাস। তবে মাত্র এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে শুক্রবার (২৮ এপ্রিল) দেশে ফিরে এসছেন তিনি। 

 এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লিটনের দল কলকাতা নাইট রাইডার্স।

শুরুতে বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিন ক্রিকেটার। তবে পরে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস খেলতে যান কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজ সুযোগ পেয়েও বাজে পারফর্ম করে জায়গা হারিয়েছেন একাদশে।

কলকাতার জার্সিতে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটনও। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফেরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি। লিটনের পরিবর্তে বিদেশি কোটায় খেলছেন নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসে।

এআরএস

Link copied!