Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

হারের বৃত্তে ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

মে ৮, ২০২৩, ১০:২১ এএম


হারের বৃত্তে ইউনাইটেড

আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ১-০ গোলে হেরেছে টেন হ্যাগের দল। অন্যদিকে, নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ে লিগ শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। 

ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেলেই টেবিলের সেরা তিনে জায়গা করে নিত ইউনাইটেড। তবে সে সুযোগ হাতছাড়া করেছে ব্রুনো ফার্নান্দেসরা। প্রথমার্ধের ২৭তম মিনিটে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা।

আক্রমণ বাড়িয়েও গোলের গেরো খুলতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় হাফেও একই দৃশ্য। গোলের দেখা পায়নি আর কোন দল। ফলে ১-০ গোলে হার নিয়েই ওয়েস্ট হ্যামের মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।

এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারল টেন হ্যাগের দল। গত বৃহস্পতিবার (৪ মে) তারা একই ব্যবধানে হেরেছিল ব্রাইটনের বিপক্ষে। 

৩৪ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে লিভারপুল। অবশ্য অ্যানফিল্ডের দলটি এক ম্যাচ বেশি খেলেছে। 

এইচআর

Link copied!