Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুলাই ৬, ২০২৩, ০১:৩৫ পিএম


অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।  

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম।

এর আগে, হঠাৎ করেই ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানিয়েছিলেন, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। 

তবে শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনের সময়ে আসে পরিবর্তন। ১২টার পরিবর্তে সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টায় শুরু হয়।

এইচআর

Link copied!