Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

তামিমকে এখনই অবসর না নেওয়ার অনুরোধ বিসিবির

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৬, ২০২৩, ০৪:৪৮ পিএম


তামিমকে এখনই অবসর না নেওয়ার অনুরোধ বিসিবির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করে অবসর নিয়েছেন ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। যদিও তামিম বলেছেন, হুট করে সিদ্ধান্ত নেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।

তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেওয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’

বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, তামিম অবসর নিয়ে বিসিবিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি নিয়ে কী করা যায় তারা দেখবেন।

আরএস

 

Link copied!