Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

শেখ জামালকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস

জয় দিয়ে লিগ শেষ করলো আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুলাই ২১, ২০২৩, ০৭:১৩ পিএম


জয় দিয়ে লিগ শেষ করলো আবাহনী

জয় দিয়েই এবারের প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করল আবাহনী লিমিটেড। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি আবাহনী। নাবীব নেওয়াজ জীবন পোস্টের নিচে মেরে সুযোগ নষ্ট করেন। সেই জীবনই আবার বিরতির পর সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে জীবনের দেওয়া একমাত্র গোলেই আকাশি-নীল জার্সিধারিরা হারিয়েছে আজমপুর এফসি উত্তরাকে। 

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার তিন বিদেশি ছাড়া মাঠে নেমেছিল আবাহনী। আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে পড়ায় নিয়মরক্ষার ম্যাচটিতে মারিও লেমসের দল স্থানীদের ওপরই অনেকটা ভরসা রেখে খেলেছে। তবে আবাহনীর বিপক্ষে চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে আজমপুর। ম্যাচ ঘড়ির ১৩ মিনিটে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার একজনের শট গোলকিপার মাহফুজ হাসান প্রীতম প্রতিহত করেন। একটু পর জীবনের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। 

৩৯ মিনিটে উত্তরার একজনের ফ্রি-কিক বারের পাশ দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে আবাহনীর একজনকে ফেলে দেন এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে উঠে। স্পট কিক থেকে জীবনের শট পোস্টের নিচে লাগলে সমর্থকরা হতাশ হয়। বিরতির পর আজমপুর সুযোগ পেয়ে পারেনি ব্যবধান বাড়াতে। এই অর্ধে এলিটা কিংসলে মাঠে নামেন। নেমেই দলকে গোল পেতে সহায়তা করেন। ৭০ মিনিটে কিংসলের বাঁ প্রান্তের ক্রসে জীবন ৬ গজের মধ্যে আলতো টোকায় জড়িয়ে দেন জালে। 

আবাহনী লিমিটেড ২০ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সমান ম্যাচে ১৫ হারে আজমপুর এফসি উত্তরা ৫ পয়েন্ট নিয়ে সবার পেছনে থেকে অবনমন নিশ্চিত করেছে। শেখ জামাল ২০ ম্যাচে ষষ্ঠ হারে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করেছে। নবাগত ফর্টিস এফসি সমান ম্যাচে পঞ্চম জয়ে ২৩ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে।

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফর্টিস এফসি লিমিটেড। ৬৮ মিনিটেই এগিয়ে যায় ফর্টিস। জাহিদুলের গোলে ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ক্লাবটি। অতিরিক্তি সময়ের যোগ করা তিন মিনিটের মাথায় দলের তৃতীয় ও শেষ গোলটি করেন জয়নাল।
 

Link copied!