Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ইউরো ২০৩২ যৌথভাবে আয়োজন করতে চায় ইতালি-তুরস্ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ২৮, ২০২৩, ০৬:৪০ পিএম


ইউরো ২০৩২ যৌথভাবে আয়োজন করতে চায় ইতালি-তুরস্ক

আগামী ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করতে চায় ইতালি ও তুরস্ক।  এর আগে এককভাবে আয়োজনের পরিকল্পনা ছিল দুই দেশের। অবশেষে এককভাবে স্বাগতিক হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালি ও তুরস্ক। যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য উয়েফার কাছে অনুরোধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ও টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা শুক্রবার বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। ইউরো ২০৩২ আয়োজন করার জন্য গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয় ইতালি। তুরস্ক আবেদন করে ২০২৮ বা ২০৩২ আসরের জন্য।

ইতালি ও তুরস্কের যৌথ আয়োজক হওয়ার আবেদন প্রয়োজনীয় সব শর্ত পূরণ করলে ১০ অক্টোবর উয়েফার কার্যনির্বাহী কমিটির কাছে তাদের নাম জমা দেওয়া হবে। সেদিনই ইউরো ২০২৮ ও ২০৩২-এর আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। 

২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করার জন্য আবেদন করেছে ইংল্যান্ড, নর্দান আয়ারল‍্যান্ড, আয়ারল‍্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। উয়েফা জানিয়েছে, ২০২৮ ও ২০৩২ আসরের ভেন্যু ও ম্যাচের সময়সূচির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!