Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৩:৫১ পিএম


টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

এশিয়া কাপের আজকের ‘বাঁচা-মরার’ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বেলা সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেন, হাসান মাহমুদের। আর প্রথমবারের মতো ওয়ানডে জার্সি গায়ে চাপাচ্ছেন শামিম পাটেয়ারী।

এশিয়া কাপে আজ প্রথম ম্যাচ আফগানিস্তানের। আর দ্বিতীয় বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচ টাইগাররা হেরে গেছে ৫ উইকেটে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় যে করেই হোক আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও।

সেই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে কোনো চিন্তা ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় আফগানিস্তান জিতে গেলে পয়েন্টের গ্যাড়াকলে পড়তে হবে সাকিবদের।

বাংলাদেশ একাদশ :

মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন পাটেয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রাশিদ খান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।

এইচআর

Link copied!