Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৩:৫৩ পিএম


টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। পরে যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও টস জিতলেন রোহিত। তবে এবার নবাগত নেপালকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন।

নিয়মিত পেসার জাসপ্রীত বুমরাহ ব্যক্তিগত কারণে দলত্যাগ করায় ভারতের একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি। ভারত-পাকিস্তান ম্যাচ যে মাঠে হয়েছিল সেই ক্যান্ডির পাল্লেকেলেতেই নেপালের মুখোমুখি হচ্ছেন রোহিত-কোহলিরা। এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল ভারত। যদিও বেরসিক বৃষ্টিতে প্রথম ইনিংসের পর আর বল মাঠে গড়ায়নি। ফলে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে পয়েন্ট ভাগভাগি করে নিতে হয়েছে ভারতকে।

পাকিস্তান এ-গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠতে হলে নেপালকে হারাতে হবে। তবে বৃষ্টির কারণে এই ম্যাচটিও যদি পরিত্যক্ত হয়, দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে ভারত। যেহেতু নেপাল নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। তবে নেপাল অঘটনের জয় পেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে টিম ইন্ডিয়া।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

নেপাল একাদশ

রোহিত কুমার পাওডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবংশী, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, সোমপাল কামি।

এইচআর

Link copied!