Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:৩৬ পিএম


টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের। আসরে এই নিয়ে টানা চার ম্যাচ টস জিতলেন তিনি।

শ্রীলঙ্কার মাটিতে বসে ‘লঙ্কাবধ’ মোটেও সহজ নয়, তবে এই দুরূহ কাজটাই আজ করতে হবে টাইগারদের। যেকোনো মূল্যে হারাতে হবে শ্রীলঙ্কাকে। ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এর বিকল্প নাই। এমন সমীকরণ জেনেই মাঠে নেমেছে সাকিব বাহিনী।

এমন বাঁচা-মরার লড়াইয়ে একাদশে পরিবর্তন আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে ভাবা হচ্ছিলো এনামুল হক বিজয়ের সুযোগ মিলবে। তবে তা হয়নি। একাদশে পরিবর্তন এলো বটে, তবে আফিফ হোসেনের বদলে খেলবেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ :

নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ :

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

এইচআর

Link copied!