Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:১৭ এএম


দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরলেন হাসান মাহমুদ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নামছে টাইগাররা। মাঠে নামার আগে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্কোয়াডে পেসার হাসান মাহমুদকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া, দলে কোনো পরিবর্তন আসেনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিসিবি জানায়, নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ। এশিয়া কাপ শেষ করে এসে বিশ্রামে ছিলেন তিনি।

এর আগে, প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। এই সিরিজে বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

এআরএস

Link copied!