অক্টোবর ১০, ২০২৩, ১২:২৪ পিএম
প্রথম পাওয়ারপ্লের পরও ইংল্যান্ডের রানের গতি ঠিক কমাতে পারেনি বাংলাদেশ। প্রথম পাওয়ারপ্লের পরের ৩ ওভারে এসেছে ২৩ রান।
ধর্মশালায় বল হাতে ধারালো হয়ে উঠতে পারছেন না তাসকিন-মোস্তাফিজরা। আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষেও পাওয়ার প্লেতে নিষ্প্রাণ তারা।
পাওয়ার প্লেতে কোনো চাপ সৃষ্টি করতে পারেননি বাংলাদেশী পেসাররা। বলা যায় টসে জিতে আগে বল নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাতে ব্যর্থ।
সুযোগ কাজে লাগিয়ে পাওয়ার প্লেতে আধিপত্য বিস্তার করেছে ইংল্যান্ড। তুলে নিয়েছে বিনা উইকেটে ৬১ রান। জনি বেয়ারেস্টো ৩৪ বলে ২৯ ও ডেভিড মালান অপরাজিত আছেন ২৬ বলে ৩২ রানে।
এইচআর