Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওয়ানডে বিশ্বকাপ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৩, ০২:২৮ পিএম


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার ভারতের চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরেছে বাংলাদেশ।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুটি দুর্দান্ত জয়ে উড়ছে নিউজিল্যান্ড। অন্যদিকে, আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে আদর্শ অবস্থায় নেই বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।

টস জিতে নিয়েছেন চোট কাটিয়ে একাদশে ফেরা নিউজিল্যান্ডের দলনেতা কেইন উইলিয়ামসন। তিনি আগে ফিল্ডিং বেছে নিয়েছেন। অর্থাৎ সাকিব আল হাসানের দলকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।
ওয়ানডেতে দুই দলের মোট ৪১ বার দেখা হয়েছে। নিউজিল্যান্ডের ৩০ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ। একটি লড়াইয়ে কোনো ফল আসেনি। বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে অবশ্য কিউইদের একচেটিয়া আধিপত্য। প্রতিবারই হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।

Link copied!