Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৩, ০৯:৫২ পিএম


ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। টাইগারদের পরাজয়ের স্বাদ নিতে হলো আসরে নিজেদের চতুর্থ ম্যাচেও। ভারতের বিপক্ষে খেলতে নেমে আজ টসে জিতে আগে ব্যাটিং নিয়ে লাল-সবুজের দল পেয়েছিল ২৫৬ রানের সংগ্রহ। লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির অপরাজিত শতকে রোহিত শর্মার দল তা পেরিয়ে গেছে ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই।

বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরু থেকেই হাত খুলে খেলেছেন অধিনায়ক রোহিত। আর তাকে যোগ্য সঙ্গে দিয়ে গেছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শুভমান গিল। এ দুজন মিলে প্রথম দশ ওভারেই স্কোরবোর্ডে তুলেন ৬৩ রান। পরের ২ ওভারে যা পৌঁছে ৮০ রানে।

তবে এরপরই নিজের ব্যক্তিগত ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে ইনিংসের ত্রয়োদশ ওভারে হাসান মাহমুদের বলে পুল শটে উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচে পরিণত হন অধিনায়ক রোহিত। সাজঘরে ফেরার আগে ৪০ বল খেলে করেছেন ৭ চার এবং ২ ছয়ে করেছেন ৪৮ রান।

৮৮ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙার পর মাঠে গিলের সঙ্গী হন কোহলি। এ দুজন মিলে পরে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৪৪ রান। তবে গিল নিজের ফিফটি তুলে নেয়ার পর দলীয় ১৩২ রানে সাজঘরে ফিরলে ভাঙে এ জুটি। ৫৫ বলে ৫৩ রান করা গিলকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

গিল ফেরার পর ক্রিজে কোহলির সঙ্গী হন শ্রেয়াস আইয়্যার। এ জুটিতেও ৪৬ রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। এরপর ১৯ রান করা শ্রেয়াসকেও ফেরান মিরাজ ভারতের দলীয় ১৭৮ রানে। তবে শ্রেয়াস ফিরলেও জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের।

লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন কোহলি। ৪৮ বলে ফিফটি তুলে নেয়া কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৯৭ বলে ১০৩ রানে। তাকে যোগ্য সঙ্গ দেয়া রাহুল করেছেন ৩৪ বলে ৩৪ রান। ফলে টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ভারত।  

আরএস

 

 

Link copied!