Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওয়ানডে বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ দিলো নেদারল্যান্ডস

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২১, ২০২৩, ০৩:৪৯ পিএম


শ্রীলঙ্কাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ দিলো নেদারল্যান্ডস

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস, যা বিশ্বমঞ্চে অন্যতম অঘটনই বটে। তবে প্রোটিয়াদের বিপক্ষে ৮২ রানেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল তারা।

এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। সেই ধাক্কা সামলে সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচ্ট ও লগান ফন বিকের ফিফটিতে সব কটি উইকেট হারিয়ে ২৬২ রান তুলেছে নেদারল্যান্ডস।

শনিবার (২০ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নামে ডাচরা। এরপর দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় তারা। প্যাভিলিয়নে ফেরেম সিমি সিং।

এরপর ব্যক্তিগত ১৬ রানে ম্যাক্স ওডড ফিরলে দ্বিতীয় উইকেট হারায় ডাচরা। এরপর একে একে সাজঘরে ফেরেন কলিন আকারম্যান (২৯), ব্যাস ডি লিড (২) ও তেজা নাদামানু। সবশেষ অধিনায়ক স্কট এডওয়ার্ড ১৬ রানে ফিরলে ১০০ এর আগেই ৬ উইকেট হারায় দলটি।

খাঁদের কিনারা থেকে দলে টেনে নেন এংগেলব্রেচ্ট। প্যাভিলিয়নে ফেরার আগে ৪ চার ও এক ছক্কায় ৮২ বলে খেলেন ৭০ রানের ইনিংস। অন্যপ্রান্তে এক চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন ফন বিক। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে এ সংগ্রহ দাঁড় করায় ডাচরা।

লঙ্কানদের হয়ে পেসার দিলশান মাসুশঙ্কা ও কাশুন রাজিথা চারটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি উইকেট নেন মহেশ থিকশানা।

আরএস
 

Link copied!