Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আফগানিস্তানের সঙ্গে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৩, ২০২৩, ০৩:৪২ পিএম


আফগানিস্তানের সঙ্গে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেটে রাউন্ড রবিন লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান ও পাকিস্তান। উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে পাকিস্তান ব্যাট নিয়েছে। চেন্নাইতে দুুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তান ও আফগানিস্তানের উভয় দলের এটি পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচে পাকিস্তান দুই ম্যাচে জয় পেয়েছে। দুটোতে হেরেছে। আফগানিস্তান চার ম্যাচের একটাতে জয়, তিন ম্যাচে হেরেছে।

আজকের ম্যাচে হারলে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন অনেকটাই শেষ হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান হারলে তাদের সামনের পথ অনেকটা কঠিন হয়ে পড়বে।

আরএস

Link copied!