Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানকে ২৭০ রানে থামালো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০৬:৪৬ পিএম


পাকিস্তানকে ২৭০ রানে থামালো দক্ষিণ আফ্রিকা

বড় স্কোরই করতে চেয়েছিল পাকিস্তান। তাই আগে ব্যাটিংয়ে নেমেছিল তারা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাবরাইজ শামসির ঘূর্ণি আর মার্কো ইয়ানসেনের পেসে ২৭০ রানে থামলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (৯) ও ইমাম উল হক (১২) মার্কো ইয়ানসেনের টানা দুই ওভারে ফিরে যান। ৩৮ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

জেরাল্ড কোয়েটজে এই জুটি ৪৮ রানের  বেশি হতে দেননি। রিজওয়ানকে ৩১ রানে কুইন্টন ডি ককের গ্লাভসে বন্দি করেন।

ইফতিখার আহমেদকে নিয়ে ইনিংস মেরামত করছিলেন বাবর। শামসি বাধা দেন। দক্ষিণ আফ্রিকান স্পিনার পরপর দুই ওভারে দুজনকে ফেরান। ২১ রান করেছিলেন ইফতিখার। ৬৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন বাবর।

১৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে শক্ত অবস্থানে নেওয়ার ইঙ্গিত দেন শাদাব খান ও সৌদ শাকিল। শাদাব অল্পের জন্য ফিফটি উদযাপন করতে পারেননি। ৩৬ বলে ৪৩ রান করে কোয়েটজের বলে কেশব মহারাজকে ক্যাচ দেন। ৮৪ রানের জুটি ভেঙে যায়।

শামসি আবারও পরপর দুই ওভারে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আঘাত করেন। শাকিলকে ৫২ রানে ডি ককের ক্যাচ বানান। তারপর শাহীন শাহ আফ্রিদি তার শিকার।

২ রানের মধ্যে শেষ দুটি উইকেট হারায় পাকিস্তান। উসামা মীরের বদলে একাদশে ঢোকা মোহাম্মদ নওয়াজকে (২৪) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট দখল করেন ইয়ানসেন।

হাসান আলীর জায়গায় খেলতে নামা মোহাম্মদ ওয়াসিমকে (৭) ফিরিয়ে প্রথম উইকেট নেন লুঙ্গি এনগিডি। ৪৬.৪ ওভারে অলআউট পাকিস্তান। ৪৬.৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দিতে চার উইকেট নেন শামসি। তিনটি উইকেট নেন ইয়ানসেন, দুটি পান কোয়েটজে।

এইচআর

Link copied!