Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২৩, ০৪:০৬ পিএম


আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। যেখানে প্রতিপক্ষ তুলনামূলক সহজ নেদারল্যান্ডস। অবশ্য একেবারে সহজও বলা যায় না। 

কারণ দুটো দলই চমক দেখাচ্ছে আসর জুড়ে। আফগানরা যেমন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে রুখে দিয়েছে, ডাচদেরও শিকার দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।

লখনৌর ভারত রত্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। বেলা আড়াইটায় গড়াবে খেলা। হয়ে গেছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ডাচদের।

উভয় দলের একাদশেই আছে একটি করে পরিবর্তন।

আফগানিস্তান একাদশ :

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, নূর আহমেদ, রাশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলে হক ফারুকি ও মুজিব-উর রহমান।

নেদারল্যান্ডস একাদশ : 

ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, ভেন ডার মিরি, বেন্ডন গ্লোভার, লুগান ভেন বিক।

এইচআর

Link copied!