Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওয়ানডে বিশ্বকাপ

ডাচদের ১৮০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২৩, ০৬:২৩ পিএম


ডাচদের ১৮০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা ডাচরা নিজেদের সবশেষ ম্যাচে হারিয়েছে বাংলাদেশকেও। সেমিফাইনালের লক্ষ্যে ডাচরা আজ মাঠে নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে। তবে পুনেতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস, এরপর এক একে ৪ জন ব্যাটার রান আউটের শিকার হওয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৫৮ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৯ রানের সংগ্রহ পেয়েছে স্কট এডওয়ার্ডসের দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে আজ শুরুতেই উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিব উর রহমানের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন ওয়েসলি বারেসি। এরপর ক্রিজে ম্যাক্স ওদাউদের সঙ্গী হন কলিন একারম্যান।

এ দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। ফলে শুরুতেই উইকেট হারানোর চাপ কিছুটা কাটিয়ে ওঠতে শুরু করে ডাচরা। তবে দলীয় ৭৩ রানে ওদাউদ ব্যক্তিগত ৪২ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে নেদারল্যান্ডস।

ওদাউদ ফেরার পর আর আজ বড় জুটি গড়ে তুলতে পারেনি নেদারল্যান্ডস। ৯২ রানে ৩ উইকেট থেকে এক পর্যায়ে স্কোরবোর্ডে ১৩৪ রান উঠতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই থেকেছেন ডাচ ব্যাটাররা।

তবে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চারে নামা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট অপরপ্রান্ত আগলে খেলে গেছেন আজ। আফগান বোলারদের দেখেশুনে খেলে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটি। দলীয় ১৫২ রানে রান আউট হওয়ার আগে তার করা ৫৮ রানের ইনিংসেই শেষ পর্যন্ত ১৭৯ রানের সংগ্রহ গড়েছে নেদারল্যান্ডস। আফগানিস্তানের হয়ে আজ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।

আরএস

Link copied!