Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওয়ানডে বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির স্বপ্ন আফগানদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৩, ২০২৩, ০৮:৪২ পিএম


নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির স্বপ্ন আফগানদের

চলতি বিশ্বকাপে একের পর এক  চমক দেখিয়ে চলেছে আফগানিস্তান। ইতোমধ্যে ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। বিশ্বমঞ্চে তাদের রূপকথা চলছেই। এবার নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো আফগানরা। ডাচদের –উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো রশিদ-মুজিবরা।

শুক্রবার (৩ নভেম্বর) লক্ষ্মৌতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৩ রানেই ওয়েসলি বারেসির উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও‍‍`দাউদকে নিয়ে খেলা ধরেন কলিন অ্যাকারম্যান। ৭০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তারা।

৪২ রান করে ফেরেন ও‍‍`দাউদ। আর ২৯ রান করেন অ্যাকারম্যান। এরপর দলকে টানেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রিচ। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। তিনি খেলেন সর্বোচ্চ ৮৬ বলে ৫৮ রানের ইনিংস। শেষদিকে ভ্যান ডার মারুই ১১ এবং ভ্যান মিকরিন ১০ রান করেন।

আরিয়ান দত্ত অপরাজিত থাকেন ১০ রানে। বাকি কেউ-ই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ডাচদের ৪ ব্যাটার কাটা পড়েন রানআউটে। এতে ১৭৯ রানে গুঁড়িয়ে যায় তারা। 

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী শিকার করেন ৩ উইকেট। নূর আহমেদ ২ এবং মুজিব উর রহমান ১ উইকেট নেন।

আরএস

Link copied!