Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ০৯:৪৬ এএম


টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ড বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের এই সিরিজের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করছে দুই দল। এ ম্যাচের মাধ্যমে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান,  শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস, কাইলি জেমিসন,ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও এজাজ প্যাটেল।

এআরএস

Link copied!