Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুংফু এসোসিয়েশনের ৭৩তম শাখা পরীক্ষা অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৯, ২০২৩, ০৪:৪৮ পিএম


কুংফু এসোসিয়েশনের ৭৩তম শাখা পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু এসোসিয়েশন এর ৭৩তম শাখা ওয়েস্ট এন্ড হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে গত শুক্রবার বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় আলিজা (হোয়াইট বেল্ট), হুমাইশা (ইয়ালো বেল্ট),মাহিয়া (ইয়ালো বেল্ট), মেহেক (ইয়ালো বেল্ট), শিহাব (ইয়ালো বেল্ট), আয়মান (ইয়ালো বেল্ট), নিলয় (ইয়ালো বেল্ট), ইশান (ইয়ালো বেল্ট), মাইশা (গ্রীন বেল্ট), ওয়াসিম (গ্রীন বেল্ট), তাসিন (ব্লু বেল্ট) অংশগ্রহন করেন।

উক্ত পরীক্ষা পরিচালনা করেন মো. নুরুল আলম হৃদয় (ব্লাক বেল্ট ২য় ড্যান) এবং তাকে সহযোগিতা করেন সহকারী প্রশিক্ষক আজিজুল হক (ব্রাউন বেল্ট) ও আবদুল আজিজ (ব্লু বেল্ট)। পরীক্ষায় উত্তীর্নদের মধ্যে গত শনিবার নতুন বেল্ট প্রদান করা হয়।

নতুন বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু এসোসিয়েশন এর ৭৩তম শাখার প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মো. নাদিম মিয়া (ব্লাক বেল্ট ৫ম ড্যান)। নতুন বেল্ট গ্রহণ কারী আলিজা (ইয়ালো বেল্ট), হুমাইশা (ওরেঞ্জ বেল্ট), মাহিয়া (ওরেঞ্জ বেল্ট), মেহেক (ওরেঞ্জ বেল্ট), শিহাব (ওরেঞ্জ বেল্ট), আয়মান (ওরেঞ্জ বেল্ট), নিলয় (ওরেঞ্জ বেল্ট), ইশান (ওরেঞ্জ বেল্ট), মাইশা (ব্লু বেল্ট), ওয়াসিম (ব্লু বেল্ট),তাসিন (ব্রাউন বেল্ট) সকল ছাত্র-ছাত্রীদের উক্ত সফলতার জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে. এম. রহমান বাপ্পি (চেয়ারম্যান), বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু এসোসিয়েশনকে আশির্বাদ করেন এবং সকল অবিভাবকের সার্বিক সহোযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এইচআর
 

Link copied!