Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

মিরপুর টেস্ট: ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৩, ১০:৪১ এএম


মিরপুর টেস্ট: ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি

মিরপুর টেস্টের তৃতীয় দিন আজ। গতকাল বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের খেলায় এক বলও মাঠে গড়ায় নি। তবে এখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবার থেমেছে। বৃষ্টি থামলে মেঘলা আকাশের নিচে মাঠ ভেজা।

আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো সকাল ৯টা ১৫ মিনিটে। তবে সকাল ৯টা পর্যন্ত হালকা বৃষ্টি ঝরতে থাকায় কাভার ঢাকা ছিলো পিচ। ৯টা ২০ মিনিট থেকে কাভার সরিয়ে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়। বেলা ১১টায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর সময় ঠিক করবেন আম্পায়াররা।

খেলার প্রথম দিনে স্পিনারদের দাপটে ১৫ উইকেট পড়ে যায়। এতে এ ম্যাচের ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।

নরম ও টার্নিং উইকেট, মেঘলা আকাশের নিচে তৃতীয় দিনেও ব্যাটারদের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন পরীক্ষা।

এআরএস

Link copied!