স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:১৩ এএম
স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:১৩ এএম
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। তবে ডিএল ম্যাথডে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৪৫ রানে।
তিন দফা বৃষ্টিতে কমেছে ম্যাচের ওভার সংখ্যা। শেষ পর্যন্ত খেলা ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে রীতিমতো চীনের প্রাচির তুলে কিউইরা। লাথাম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, এই মাইলফলক ছুঁয়েছেন ইয়াং। তার শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেছেন বোলার শরিফুল ইসলাম। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৪০ রান।
এআরএস