Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৩, ০২:৩৬ পিএম


বৃষ্টিতে বন্ধ খেলা
ছবি: সংগ্রহীত

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে শুরুতে ধাক্কা দেন পেসার শরিফুল ইসলাম। ওপেনার ফিন অ্যালেনকে (২) ফেরান তিনি। পরে টিম শেইফার্ট ও ড্যারেল মিশেলের ‍জুটি ভাঙেন তানজিম সাকিব। পরেই খেলা বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে।

নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ড্যারেল মিশেল ২৪ বলে ১৮ রান করেছেন। তার সঙ্গী গ্লেন ফিলিপস ৯ রান করেছেন। দ্বিতীয় ওভারে নন স্ট্রাইক প্রান্তে শেইফার্টের হেলমেটে বল লাগার পর তাকে সুযোগ পেয়েও রান আউট করেননি শরিফুল। পরে তিনি ২৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪৩ রানের ঝড় দেখিয়ে ফিরেছেন।

নেপিয়ারে বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জিতেছে। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নিশ্চিত করার ম্যাচে লিটন দাসকে ছাড়া খেলতে হচ্ছে টাইগারদের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় একাদশে ঢুকেছেন শামীম পাটোয়ারি। উইকেটকিপিং করবেন রনি তালুকদার।

এআরএস

Link copied!