আল-আমিন, নীলফামারী
এপ্রিল ৩, ২০২৫, ০১:৫৯ পিএম
আল-আমিন, নীলফামারী
এপ্রিল ৩, ২০২৫, ০১:৫৯ পিএম
নীলফামারীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদের পরেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সার্বক্ষণিক টহল পরিচালনার পাশাপাশি জেলা শহরের বড় বাজার, চৌরঙ্গী মোড় ও নীলফামারী বাস টার্মিনাল এবং সৈয়দপুর শুটকির মোড় ও পাঁচমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
সাধারণ জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড রোধ করতে এসব চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
নীলফামারীতে সেনাবাহিনীর লে. নাফি আবরার রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোমেনুল ইসলাম এবং সৈয়দপুরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় নীলফামারীর বড় বাজার মোড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত রায় ও সৈয়দপুর পয়েন্টে উপ-পরিদর্শক (এসআই) সুজন উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর লে. নাফি আবরার রহমান জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীতে সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঈদের পরও নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
‘যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড রোধ করা।’
সেনাবাহিনী সূত্র জানায়, গত ২ মার্চ থেকে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত দুই উপজেলায় ২৬২টি মামলায় ৮ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে নীলফামারীতে ১৫২টি মামলায় ৪ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা এবং সৈয়দপুরে ১১০টি মামলায় ৩ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চেকপোস্টের মাধ্যমে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং মাইক্রোবাসে একাধিক আরোহী থাকায় তাদের সতর্ক করা হয়।
এছাড়াও বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করা হয়।
ইএইচ