জানুয়ারি ১৯, ২০২৪, ০৪:১৫ পিএম
এবারের বিপিএলে অধিনায়কত্ব নেই, তবুও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। দলকে টানছেন বড় সংগ্রহের পথে। আসরের প্রথম অর্ধশতক এলো তার হাত ধরেই।
আজ শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে মিরপুরে ৪২ বলে পঞ্চাশ পূরণ করেন ইমরুল কায়েস। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়। দু’জনে গড়ে তুলেছেন ৫৬ বলে ৮৩ রানের দারুণ জুটি। দলের সংগ্রহ ১৫ ওভার শেষে ১ উইকেটে ১০১।
টসে হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। ইনিংস উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস ও অধিনায়ক লিটন দাস। দলকে ভালো শুরু এনে দিতে পারেননি লিটন, ফেরেন ১৬ বলে ১৩ রানে, চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দিয়ে। ২৩ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা।
এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন ইমরুল। তবে তিনি ফিরতে পারতেন ২৩ রানেই। আবরারের বলে সহজ ক্যাচ দিলেও তা ধরতে পারেননি ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। জীবন পেয়ে তা কাজে লাগাতে ভুলেননি ইমরুল।
গত আসরে যেখানে থেমেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু তাওহীদ হৃদয়ের। দল পাল্টালেও ভূমিকা পাল্টেনি, সেই আগের মতোই নিয়ন্ত্রণ নিয়ে খেলছেন তিনি। তাকে সঙ দিয়ে হৃদয় ৩১ বলে ৩৮ রানে অপরাজিত রয়েছেন।
এইচআর