Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বিপিএল-২০২৪

আজ বরিশালের মুখোমুখী রংপুর

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৪, ০৩:১৪ পিএম


আজ বরিশালের মুখোমুখী রংপুর

বিপিএলে আজ তামিম ইকবালের ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। সাকিব রংপুরের অধিনায়ক না হওয়ায় তামিমের সঙ্গে টস করতে নেমেছেন নুরুল হাসান সোহান। কয়েন নিক্ষেপে জিতেছেন তামিম। টস জিতেই সাকিবের রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। গেল বছরের সেপ্টেম্বরে সবশেষ মাঠের খেলায় ছিলেন তামিম। প্রায় চার মাস পর আজ প্রথমবারের মতো ব্যাট হাতে দেখা যাবে তামিমকে।

অপরদিকে ভারত বিশ্বকাপের পর আজ প্রথম মাঠে নামবেন সাকিব। নির্বাচনের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি।

রংপুর রাইডার্স একাদশ

রনি তালুকদার, ব্র্যান্ডন কিং, শামিম হোসাইন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান (অধিনায়ক), হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান, হাসান মুরাদ ও সালমান এরশাদ।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, দুনিথ ওয়াল্লালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান ও মোহাম্মদ ইমরান।

আরএস

Link copied!