Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

এবার ক্যারিবিয়ান তারকা মায়ার্সকে দলে ভেড়াল বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৪, ০৭:২০ পিএম


এবার ক্যারিবিয়ান তারকা মায়ার্সকে  দলে ভেড়াল বরিশাল

পঞ্চপান্ডবের তিন পান্ডবই এবারের বিপিএলে খেলছেন বরিশালের হয়ে। জাতীয় দলের তিন সিনিয়র তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে নিয়ে আগেই শক্তিশালী দল গঠন করেছে ফরচুন বরিশাল। এবার নতুন করে আরও শক্তি বাড়ালো ফ্রাঞ্চাইজিটি। 

বিপিএল শুরুর পর এবার ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইল মায়ার্সকে দলে ভেড়াল ফরচুন বরিশাল। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বরিশালের হয়ে মাঠে নামবেন মায়ার্স। 

ক্যারিবিয়ান এই তারকা বিশ্বব্যাপী ১৩৫ ইনিংসে ২ হাজার ৫৪২ রান করেছেন। ২১ গড় আর ১২৮ স্ট্রাইকরেট তাকে বিশ্বের বিভিন্ন লিগে পরিচিত মুখ করে তুলেছে। বল হাতেও কম যান না মায়ার্স। ৭৪ ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন ৩১ উইকেট। বরিশালের শিরোপা স্বপ্নে এই ক্যারিবিয়ান হতে পারেন বড় ভরসার নাম। 

 

Link copied!