Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

প্রিমিয়ার লিগে শেখ জামালের স্বস্তির জয় ; মোহামেডানের হোঁচট

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ০৮:০৬ পিএম


প্রিমিয়ার লিগে শেখ জামালের স্বস্তির জয় ; মোহামেডানের হোঁচট

প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। শুরুর মলিনতা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দ্বিতীয়ার্ধে কাটিয়ে উঠল সাজ্জাদ হোসেনের হাত ধরে। দুই হারের পর প্রিমিয়ার লিগে জয়ে ফেরার আনন্দে মেতে উঠলো শেখ জামাল। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল শুক্রবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোডামেডান। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সাদামাটা ফুটবল খেলেছে মোহামেডান। ধারহীন আক্রমণে জালের নাগাল না পেয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মতিঝিলের ক্লাবটির। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় ড্র। 

১১ পয়েন্ট নিয়ে মোহামেডান লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকল বটে, কিন্তু আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জেতা বসুন্ধরা কিংস এগিয়ে গেল ৪ পয়েন্টে। ময়মনসিংহে শুরু থেকে দুই দলই খেলতে থাকে নিষ্প্রাণ ফুটবল। প্রথমার্ধে ভালো সুযোগটি চট্টগ্রাম আবাহনী পায় ২৩তম মিনিটে, কিন্তু মান্নাফ রাব্বির শট কাঁপায় বাইরের জাল। দ্বিতীয়ার্ধেও অনেকটা একইভাবে চলতে থাকে মাঠের খেলা। সুলেমানে দিয়াবাতে, এমানুয়েল সানডেদের আক্রমণ বক্সের ভেতরে-বাইরে মুখ খুবড়ে পড়তে থাকে। 

চলতি লিগে ধুঁকতে থাকা ব্রাদার্স প্রতিরোধের দেয়াল তুলে শেখ জামালকে আটকে রাখে ৭৩তম মিনিট পর্যন্ত। সতীর্থের হেড পাস বক্সে ফাঁকায় পেয়ে নিখুঁত টোকায় প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙেন সাজ্জাদ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলটিও সাজ্জাদের। বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণ শাণানো ফয়সাল আহমেদ ফাহিমের পাসে গোলমুখ থেকে স্রেফ টোকা দেওয়ার কাজটুকু করেন তিনি। 

পাঁচ ম্যাচে টানা তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে চট্টগ্রাম আবাহনী। এখনও জয়হীন ব্রাদার্স ইউনিয়ন ২ পয়েন্ট নিয়ে তলানিতে। দুই হারের পর জয়ে ফেরা শেখ জামাল ৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
 

Link copied!