Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৮:৪৮ পিএম


পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেলো বাংলাদেশ

চলমান ত্রিদেশীয় সিরিজের শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশের মেয়েরা। তারই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলো ইয়াং টাইগ্রেসরা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। 

গতকাল শনিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। জবাব দিতে নেমে ১০০ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। 

ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ওপেনার ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। এক প্রান্ত আগলে ছিলেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে তিনিও ৩৩ বলে ২৪ রান করে ফিরে যান। বাকিরা অবশ্য ভালো ব্যাটিং করেছেন। তিনে নেমে অরভিন তানি ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সুমাইয়া আক্তার। 

সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া আক্তার। পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস। 

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্যের জবাব দিতে নেমে শুরুতা দারুণ করেছিল পাকিস্তানের মেয়েরা। দুই ওপেনার মিলেই গড়ে ফেলেন ৫০ রানের জুটি। এরপর সামিয়া আফসার ২৫ রান করে বিদায় নিতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। খানিক বাদে বিদায় নেন ৩৯ রান করা ফাতিমাও। বাকি ব্যাটারদের মধ্যে কেউ ১৫ রানের ঘরও পার করতে পারেননি। কেবল দুইজন পার করেছেন ১০ রানের কোটা। তাতে নির্ধারিত ওভার শেষ ১০০ রানই তুলতে পারে পাকিস্তানের মেয়েরা।
 

Link copied!