Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

এফএ কাপের বড় জয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৪, ১০:৫৭ এএম


এফএ কাপের বড় জয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল
ছবি: সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপের দায়িত্ব ছাড়ার ঘোষণার প্রথমবারের মতো খেলতে যাওয়া লিভারপুল, এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ৭ গোলের ম্যাচে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে নরউইচকে। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। পঞ্চম রাউন্ডে তারা খেলবে ওয়াটফোর্ড কিংবা সাউদাম্পটনের বিপক্ষে।

লিভারপুল-নরউইচ ম্যাচে দুই দলের সাত ফুটবলার গোলের দেখা পেয়েছেন। ম্যাচের ১৬ মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬ মিনিট পর বেন গিবসন সমতায় ফেরান নরউইচকে। ম্যাচের তৃতীয় গোলটি আসে আরও ৬ মিনিট পর। ২৮ মিনিটে দুর্দান্ত খেলে লিভারপুলকে এগিয়ে নেন দারউইন নুনিয়েজ।

প্রথমার্ধটা ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করা লিভারপুল তাদেরকে চাপে রাখে দ্বিতীয়ার্ধেও। ম্যাচের ৬৩ মিনিটের মধ্যে ৪-১ গোলে এগিয়ে যায় তারা। ৫৩ মিনিটে দিয়েগো জোতা ৩-১ করার পর ভার্জিল ফন ডাইক ব্যবধানটাকে ৪-১ করেন। ৬৯ মিনিটে বোরহা সাইঞ্জের ব্যবধান কমালেও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিভারপুলকে পঞ্চম গোলটি এনে দেন রায়ান গ্রাভেনবার্চ।

বিইউ

Link copied!