Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বরিশালকে ১৫৬ রানের লক্ষ্য দিল খুলনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:০৮ পিএম


বরিশালকে ১৫৬ রানের লক্ষ্য দিল খুলনা

বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়ের নেতৃত্বে কোনো ম্যাচ হারেনি দলটি। চার ম্যাচের সবকটিতেই পেয়েছে জয়ের দেখা। দলের সকলেই আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাট হাতে দলটি তার প্রমাণ দিল আরেকবার।

বিপিএলে দিনের প্রথম ম্যাচে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে খুলনা মুখোমুখি হয়েছে ফরচুন বরিশালের। টস হেরে আগে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ১৫৫ রান।

ব্যাট হাতে এদিন সুবিধা করতে পারেননি অধিনায়ক বিজয়। দলীয় ১৬ রানের সময় ব্যক্তিগত ১২ রানে আকিফ জাবেদের বলে বোল্ড হন। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন অবশ্য ভালো করেছেন। ২৪ বলে ৩৩ রানের ইনিংসটি আশা জাগানিয়া ছিল। তবে, শোয়েব মালিকের বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনি।

ইনিংসের মাঝের সময়টুকুতে খুলনার ব্যাটারদের রানের চাকায় লাগাম দেয় বরিশালের বোলাররা। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। শেষ দিকে দলের হাল ধরেন মোহাম্মদ নাওয়াজ। ২৩ বলে ৩৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। খুলনার ইনিংস দেড়শ ছাড়ায় মূলত ফাহিম আশরাফের কল্যাণে। ব্যাট হাতে ঝড় বইয়ে দেন তিনি। মাত্র ১৩ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৩২ রান করে শেষ বলে রান আউট হন তিনি। খুলনা পায় ১৫৫ রানের সুবিধাজনক সংগ্রহ।

/বিআরইউ

Link copied!