Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘ফেব ফোর’ এ দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০২:১৪ পিএম


‘ফেব ফোর’ এ  দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি উইলিয়ামসনের

নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সেশনে দক্ষিণ আফ্রিকা ২টি উইকেট তুলে নিলেও কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর ব্যাটে দিনব্যপী দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। ২ উইকেটেই মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম দিন শেষ করেছে তারা, স্কোরবোর্ডে রান উঠেছে ২৫৮।

এছাড়া উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে সেঞ্চুরি আসার কারণ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

বে ওভালের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ২ রানে প্রথম জুটি ভাঙ্গে নিউজিল্যান্ড। টিশেপো মোরেকির এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ওপেনার ডেভন কনওয়ে। ২ বলে ১ রান করেন এই কিউই তারকা। দলীয় ৩৯ রানের মাথায় ফিরে যান ওপেনার টম লাথামও। তিনি ৪৮ বলে ২০ রান করে শিকার হোন ডেন পিটারসেনের হাতে।

এরপর প্রোটিয়ার বোলারদের ওপর চেপে বসেন উইলিয়ামস-রাচিন জুটি। কয়েকটি ক্যাচও উঠেছিল তাদের ব্যাটিং প্রদর্শনীর দিন। কিন্তু সুযোগ হাতছাড়া করে নেইল ব্রান্ডের দল। শেষ পর্যন্ত ২১৯ রানের চমৎকার জুটি গড়েন উইলিয়ামস-রাচিন। তাতেই শেষ হয় প্রথম দিন।

এদিকে ২৫৮ রান করার দিন ৪ মেরে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি নিয়ে ৯৭ তম ম্যাচের টেস্ট শেষ করেন । এ নিয়ে দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দেশের টেস্ট সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠে।

জরিপে দেখা যায়, জোট রুটও করেছেন ৩০ সেঞ্চুরি। সেঞ্চুরির হিসাবে ‘ফেব ফোর’ সদস্যভুক্তদের মধ্যে দ্বিতীয় স্থানে উইলিয়ামসন। তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির দখলে আছেন তেবল স্টিভ স্মিথের (৩২)। বিরাট কোহলি করেছেন ২৯ সেঞ্চুরি।

অন্যদিকে উইলিয়ামসনের পর সেঞ্চুরি করেছেন রবীন্দ্রও। এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে ১১৮ রানে অপরাজিত তিনি। ২১১ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছয় দিয়ে ম্যাচটিকে রাঙ্গিয়ে তুলেন রাচিন। এছাড়া ১৫টি চারের ঝলক দেখিয়ে অপরাজিত উইলিয়ামসনের ইনিংসে আছে ২৫৯ বলে ১১২ রান।

/বিআরইউ

Link copied!