Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০২:১৭ পিএম


ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স

আবারও রাজধানী ঢাকায় শুরু হলো বিপিএল। আজ মঙ্গলবার প্রথম ম্যাচে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার সাথে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স।

টস জিতে মোসাদ্দেকের ঢাকা। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ব্যাট করবে রংপুর।

বিপিএলের সিলেটপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তারা। অন্যদিকে ঢাকা টেবিলের নীচের দিক থেকে দ্বিতীয়স্থানে আছে। সমান ম্যাচে তাদের জয় কেবল একটিতেই।

আজকের ম্যাচে ঢাকা-রংপুরের একাদশে যারা আছেন-

রংপুর রাইডার্স: বাবর আজম, রনি তালুকদার, ফজলে রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, সালমান ইরশাদ।

দুর্দান্ত ঢাকা: সাইম আইয়ুব, নাইম শেখ, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, গুলবাদিন নাইব, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আরাফাত সানি, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

/বিআরইউ
 

Link copied!