Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নাটকীয়তার শেষে টসে ভারতকে শিরোপা, ক্ষুব্ধ বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৮:৫২ পিএম


নাটকীয়তার শেষে টসে ভারতকে শিরোপা, ক্ষুব্ধ বাংলাদেশ দল

নাটকীয়কার যেন আরও বাকি ছিল, নির্ধারিত সময়ের পর নাটকীয়তা যেন অন্য মোড় নিল। রেফারিদের এমন সিদ্ধান মানতেই পারছিল না কেউ! খেলোয়াড় তো বটেই, কোচদের দু-একজনও রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের ঘিরে ধরে ব্যাখ্যা চাইছিলেন। এমন ম্যাচের শেষে এমন সমাপ্তি বাংলাদেশ দলের মানতে কষ্টই হওয়ার কথা!

অনূর্ধ্ব-১৯ সাফে আজ নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারেও দুই দলের ১১ শট শেষে সমতা, ১১-১১ ব্যবধান সেখানে। এরপর দ্বিতীয় দফায় আবার মাঠের ১১ খেলোয়াড় শট নেওয়ার কথা, ফুটবলে তা-ই নিয়ম। টুর্নামেন্টের বাইলজে কী লেখা আছে, তা নিয়ে সংশয় ছিল। এর মধ্যে হঠাৎ ম্যাচ কর্মকর্তার সঙ্গে কথা বলতে যান রেফারি। এরপর দুই অধিনায়ককে ডেকে টসের আয়োজন করা হয়। সেখানে জেতে ভারত!

এভাবে টসে একটা শিরোপার নিষ্পত্তি মানতে বেশ কষ্টই হচ্ছিল বাংলাদেশ দলের। কমলাপুরের গ্যালারিতেও তখন ক্ষোভ স্পষ্ট। আয়োজক কমিটি ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত এ নিয়ে বিতর্ক যে ছড়াবে, এটা সম্ভবত বলেই দেওয়া যায়।

ম্যাচের ৮ মিনিটে শিবানি দেবির গোলে এগিয়ে গিয়েছিল ভারত, নির্ধারিত ৯০ মিনিট শেষেও তারাই এগিয়ে ছিল। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সাগরিকার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামের প্রায় পূর্ণ হয়ে ওঠা গ্যালারিতে তখন কী বাঁধভাঙা উচ্ছ্বাস!

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে সমতা থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচ শটে দুই দলই গোল পেল, এরপর টাইব্রেকার গড়াল সাডেন ডেথে। সেখানেও একের পর এক গোল হচ্ছে তো হচ্ছেই! বয়সভিত্তিক দলে তা-ই হওয়া স্বাভাবিক, খুদে এই খেলোয়াড়দের তুলনায় গোলপোস্ট যে অনেক বড়!

এর মধ্যেও ভারতের নবম শটটা ঠেকিয়ে দিয়েছিলেন বাংলাদেশ গোলকিপার স্বর্ণা। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ দল, কিন্তু তখনই রেফারির বাঁশি। জানালেন, ভারতের খেলোয়াড় শট নেওয়ার আগেই পোস্টের দাগ ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্বর্ণা। তাই সেই শট বাতিল, নতুন করে আবার ভারতের খেলোয়াড় শট নেবেন। শেষ পর্যন্ত সেই শটে বল জালে জড়াল ভারত! ফাইনাল তাতে আরেকটু নাটকীয়তা পেল।

এরপর কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, টসের সিদ্ধান্ত ভুল হয়েছে। তবে এবার বাংলাদেশ মেনে নিলেও প্রতিবাদ জানায় ভারত। এখন সিদ্ধান্তহীনতায় কর্মকর্তারা। দুই দলই মাঠে অবস্থান করছে।

আরএস

 

Link copied!