Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

খুলনার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:৩৬ পিএম


খুলনার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সিলেট

বিপিএলের ২৫তম ম্যাচে মঠে নামছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে এনামুল হক বিজয়ের খুলনার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে মোহাম্মদ মিঠুনের সিলেট।

আজ শুক্রবার যথারীতি ৩০ মিনিট পিছিয়ে শুরু হয় বিপিএলে এ ম্যাচের লড়াই। দিনের প্রথম ম্যাচ ২টায়, অন্য ম্যাচ সন্ধ্যা ৭টায়। আগের ৬ ম্যাচে তাদের হার দুটিতে, পয়েন্ট টেবিলে আছে চতুর্থস্থানে। অপরদিকে সিলেটের আজ অষ্টম ম্যাচ। আগের ৭ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে মোহাম্মদ মিথুনের সিলেট।

দিনের অন্য ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে পয়েন্ট টেবিলের তলানির দল দুর্দান্ত ঢাকা। এবারের বিপিএলে সবচেয়ে নড়বড়ে ঢাকা ও সিলেট। দুদলের পারফরম্যান্সই ছন্নছাড়া।

প্রথম ম্যাচে মাঠে নামা সিলেট আট ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। তাদের অবস্থান টেবিলের ছয় নম্বরে। অন্যদিকে ঢাকার অবস্থা আরও শোচনীয়। সাত ম্যাচে তাদের জয় স্রেফ একটি, হার ছয়টি। অবস্থান সবার তলানিতে। তাই আজ ঢাকা ও সিলেট দুদলেরই লক্ষ্য যেভাবেই হোক জয়ে ফেরা। কিন্তু সেই লক্ষ্যে কতটা সফল হয়, সেটা মাঠেই দেখা যাবে।

বিআরইউ

Link copied!