Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামকে হারিয়ে টানা পঞ্চম জয়ে সাকিবের রংপুর

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৬:০৩ পিএম


চট্টগ্রামকে হারিয়ে টানা পঞ্চম জয়ে সাকিবের রংপুর

বিপিএলের ২৭ তম ম্যাচ শেষ হল মাত্র। এবারের বিপিএলে শুরুটা মেলে ধরতে না পারলেও সময়ের সাথে সাথে ছন্দ ফিরে পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। নিজেদেরকে আরো শক্তিশালী প্রমাণে টানা জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ মুকুট পরেছে দলটি।

সেই ধারাবাহিকতায়, এবার পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৮ রানে বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল নুরুল হাসান সোহানের দল।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার ব্যাটিং করে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে, ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রংপুরের বিশাল সংগ্রহ ২১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ১২ রানের মাথায় জশ ব্রাউনের উইকেট হারায় দলটি। ৯ বলে ১০ রান করেন এই ব্যাটার। এরপর দলীয় ৩৭ রানের মাথায় টম ব্রুসের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১৩ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৮ রানে আটকে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

বিআরইউ

Link copied!