Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০২:০৫ পিএম


টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

চলমান বিপিএলের ২৯তম ম্যাচে পয়েন্ট টেবিলের তিনে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাটিতে দলটি নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সাবেক চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে। নিজেদের মাটিতে মুখোমুখি হয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শুভাগত হোমের দল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিপিএলের ২৯তম ম্যাচে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের চ্যালেঞ্জার্স বাহিনী।

ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), উইল জ্যাকস, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, ব্রুক গেস্ট, মঈন আলী, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

চ্যালেঞ্জার্স একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, টম ব্রুস, শাহাদাত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

বিআরইউ

Link copied!