Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০১:৩৩ পিএম


ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে বরিশাল
ছবি: সংগৃহীত

চলমান দশম বিপিএলের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচে জিতলেও বাকি ৮ ম্যাচে জয়হীন নবাগত দলটি। এবার দলটি মাঠে নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে। ঢাকার দরকার সান্ত্বনার জয়, আর বরিশালের সেটি দরকার টিকে থাকার জন্য।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিপিএলের ৩১ তম ম্যাচে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল দল।

ফরচুন বরিশাল একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ, কেশভ মহারাজ ও ওবেদ ম্যাকয়।

দুর্দান্ত ঢাকা একাদশ: 

মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, সাব্বির হোসেন, লাহিরু সামারাকুন, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), তাহজিবুল ইসলাম (উইকেটকিপার), আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

বিআরইউ

Link copied!