Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:৪৯ পিএম


টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হারের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে ভালো অবস্থানে আছে ফরচুন বরিশাল। প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার পথে এবার তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে দৌড় থেকে অনেকটা ছিটকে পড়লেও এখনো আশা টিকে আছে মিথুনদের।

চলতি বিপিএলে নিজেদের দশম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দলে এসেছে এক পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে সিলেটের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৭ ফেব্রুয়ারি) আসরের ৩৫তম ম্যাচটি মাঠে গড়ালো দুপুর দেড়টায়।

ফরচুন বরিশালের একাদশ:

আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ ও ওবেদ ম্যাককয়।

সিলেট স্ট্রাইকার্স একাদশ:

হেরি টেক্টর, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, রায়ান বার্ল, অ্যাঞ্জেলো পেরেরা, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

বিআরইউ

Link copied!