Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আইপিএলের ১৭তম আসর শুরু ২২ মার্চ

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:৩০ এএম


আইপিএলের ১৭তম আসর শুরু ২২ মার্চ

ভারতীয় ক্রিকেটের রান্নাঘর বলা হয় আইপিএলকে। সে খেলা ভারতের জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয় রাখার কারণে সূচি নিয়ে কিছু দোলাচল ছিলো। তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, আইপিএলের ১৭তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ, চেন্নাইতে।

আইপিএলের চেয়ারম্যান অরুন ধামাল এই তথ্য দিয়েছেন, ‍‍`২২ মার্চ চেন্নাইতে লিগ শুরু হবে।‍‍` চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে জানান প্রথম ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এই আয়োজনের সত্ত্ব পেয়েছেন চেন্নাই।

উদ্বোধনী ম্যাচে চেন্নাইর প্রতিপক্ষ গত আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান ধামাল।‍‍` এবারের আইপিএল শেষ হওয়ার কথা ২৬ মে। বিশ্বনাথনও জানান তাদের কাছে এই নিয়ে তথ্য নেই, ‍‍`প্রথম ম্যাচের প্রতিপক্ষ কে তা এখনো আমরা জানি না বলে জানান তিনি। 

এইচআর

 

Link copied!