Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোর বিদায়

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

মার্চ ১২, ২০২৪, ১২:১৪ পিএম


এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোর বিদায়

রমজানের শুরুটাই যেন হতাশার মুহুত্ব দিয়ে কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদো। চলমান এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের বিপক্ষে নিজে গোল করার পরেও হারের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে রোনালদোকে। যার ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে তার দল আল নাসরকে।

সোমবার (১২ মার্চ) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ঘটেছে মহা অঘটন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। প্রথম লেগে আল আইনের মাঠে হেরে আসা আল নাসর ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর খেলায় ৪-৩ ব্যবধানে জয় পায়। দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেট সমান হলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে ৩-১ এ জয় পায় আল আইন।

এদিন অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাল কার্ড দেখেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। পেনাল্টি শ্যুটআউটে আল আইনের তিনজন শট নিয়ে সবাই সফল হলেও আল নাসরের ওতাভিও, অ্যালেক্স টেলেস ও মার্সেলো ব্রজোভিচ পেনাল্টি মিস করেন। শুধু রোনালদোই স্পটকিক নিয়ে সফল হন।

এর আগে নির্ধারিত সময়ের খেলায় ২৮ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। সৌফিয়ানে রাহিমি গোল করে এগিয়ে দেন আল আইনকে। ৪৫ মিনিটে রাহিমি আরও এক গোল করলে ম্যাচ থেকে আপাতভাবে ছিটকে পড়ে আল নাসর। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলেও তখন তিন গোল করতে হতো আল নাসরকে।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আব্দুলরহমান ঘারিব গোল করে ব্যবধান কমান। এরপর দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে আল আইনের খালিদ এইসা নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে আল নাসর।

৭২ মিনিটে আল নাসরকে লিড এনে দেন ফুলব্যাক অ্যালেক্স টেলেস। আল নাসরের সমর্থকরা ততক্ষণে উল্লাসে মেতে উঠেছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। ফলে অ্যাগ্রিগেটে ৩-৩ গোলে সমতা হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ৯৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসরের আয়মান ইয়াহিয়া। ফলে ১০ জনের দলে পরিণত হয় রোনালদোরা।

১০৩ মিনিটে আল আইনের সুলতান আল-শামসি গোল করে সফরকারীদের উল্লাসে ভাসান। এই গোলে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলে আল আইন। হতাশা আর ক্ষোভে রোনালদো তখন ফুঁসছেন।

যদিও আল নাসরের ত্রানকর্তা হয়ে আসেন রোনালদো। ১১৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো আল নাসরকে।

বিআরইউ

Link copied!