Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মেরিনার্সের কাছে বিধ্বস্ত ভিক্টোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০৭:২১ পিএম


মেরিনার্সের কাছে  বিধ্বস্ত ভিক্টোরিয়া

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে স্ট্রিকের জাদু দেখিয়ে চলেছেন ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাবের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ। ৪ ম্যাচ শেষে নামের পাশে একাই ১৭ গোল যোগ করেছেন তিনি। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ডাবল হ্যাটটিকসহ ৭ গোল করেছেন সবুজ। তার দল মেরিনার্স ম্যাচ জিতেছে ১১-২ গোলের ব্যবধানে। লিগে চার ম্যাচে তৃতীয় জয় মেরিনার্সের। 

শনিবার (১৬মার্চ )খেলার দ্বিতীয় মিনিটেই দারুণ এক ফিল্ড গোল করে মেরিনার্সকে শুরুতেই এগিয়ে নেন সবুজ (১-০)। খেলার সপ্তম মিনিটে সমতায় ফেরে ভিক্টোরিয়া। সোহানুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে ভিক্টোরিয়াকে ১-১ গোলে সমতায় ফেরান। দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে বেলাল হোসেনের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্স। 

২০ মিনিটে সাদাফ সালেকীনের ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ এ নিয়ে যায় দলটি। খেলার ২২ মিনিটে সবুজের পেনাল্টি কর্নারে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১ গোলের। ২৪ মিনিটে ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে ব্যবধান ৫-১ এ নিয়ে যায় মেরিনার্স। ২৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সবুজ। সেই সঙ্গে দলের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-১ গোলের।   

তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবারো স্ট্রিকের ঝলক সবুজের। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৭-১ ব্যবধানে এগিয়ে নেন এ ডিফেন্ডার। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ব্যবধান আরো বাড়িয়ে নেন সবুজ (৮-১)। পরের মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল সবুজের। এই গোলের মধ্য দিয়ে ম্যাচে নিজের ডাবল হ্যাটট্রিকপূর্ণ করেন সবুজ। দলের গোল ব্যবধান বেড়ে দাঁড়ায় ৯-১।   

দুই মিনিট পর আবারও গোল সবুজের। প্রতিপক্ষের সঙ্গে মেরিনার্সের ব্যবধান বেড়ে দাঁড়ায় (১০-১) গোলের। ৫৭ মিনিটে ম্যাচে ভিক্টোরিয়াকে দ্বিতীয় গোলের স্বাদ দেন মো. হাসান (১০-২)। ৫৮ মিনিটে আবেদ উদ্দিন ফিল্ড গোল করে মেরিনার্সকে ১১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
 

Link copied!