Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ‍‍’র সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

মার্চ ১৭, ২০২৪, ১২:৪২ পিএম


বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ‍‍’র সূচি চূড়ান্ত

চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কার ম্যাচগুলো শেষ হবে আগামী ৩ এপ্রিলে। এই সিরিজ শেষে অবশ্য শান্তদের সামনে খুব একটা বিশ্রাম নেই। এপ্রিলেই দীর্ঘ চার বছর পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের স্বাগতিকরা।

এই সফরে অবশ্য শুধু ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে দল ২৮ এপ্রিল ঢাকায় আসবে। এরপর তাদের গন্তব্যস্থল হবে চট্টগ্রাম। সেখানে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে। আগামী ৩ মে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরপর চট্টগ্রাম অংশের বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরবে হবে দুই দল। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বিআরইউ

Link copied!