Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আইপিএল খেলতে চেন্নাই গেলেন মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ০৫:৩৫ পিএম


আইপিএল খেলতে চেন্নাই গেলেন মুস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরে অংশ নিতে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।

ঢাকা ছাড়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, ‘আমি উত্তেজিত এবং আমার নতুন দায়িত্বের অপেক্ষায় রয়েছি। আইপিএল ২০২৪-এর জন্য চেন্নাই যাচ্ছি। আপনাদের প্রার্থনায় আমাকে রাখুন, যাতে আমি আমার সেরাটা দিতে পারি।’

মুস্তাফিজ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।

মঙ্গলবার বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদে পৌঁছার বিষয়টিও জানিয়েছেন মুস্তাফিজ।

শুক্রবার চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন মুস্তাফিজ।

এআরএস

 

Link copied!