Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় আগ্রহ আছে সাকিবের

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

মার্চ ২৩, ২০২৪, ০৪:০৬ পিএম


শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় আগ্রহ আছে সাকিবের

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্টের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী  ৩০ মার্চ থেকে। যদিও টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট সিরিজ খেলছে এখন সিলেটে, তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টেস্টের দ্বিতীয় ম্যাচটি।

এদিকে একটা ম্যাচও খেলা হয়নি সাকিবের, অবশ্য আগে থেকেই স্কোয়াডে ছিলেন না সাকিব। এবার সাকিব আগ্রহ দেখিয়েছেন দ্বিতীয় টেস্ট খেলার।

নিজের টেস্ট খেলার আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন সাকিব। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নেমেছেন সাকিব। লাল বলে অনুশীলন শুরু করেছেন বলেও জানা গেছে।  

উল্লেখ্য, বাঁহাতি এই অলরাউন্ডার সবশেষ টেস্ট খেলেছিলেন মিরপুরে ২০২৩ সালে এপ্রিলে আয়ারল্যান্ডের সাথে।

বিআরইউ

Link copied!