Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারী ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ১০:৫২ এএম


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার (২৪ মার্চ) সিরিজ জেতার লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতির দল মাঠে নামছে।

এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিকে অজিদের একাদশে এসেছে একটি পরিবর্তন। কিম গ্রাথের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সোফি মলিনিউ।

বাংলাদেশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।

বিআরইউ

Link copied!