Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ১১:০০ এএম


হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই সিরিজ খোয়ানো টাইগ্রেসরা আজ মাঠে নামছে সিরিজের শেষ ম্যাচে।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো লড়াই গড়তে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের কোনোটিতেই দলীয় একশ রানও পেরোতে পারেনি জ্যোতিরা।

প্রথম দুই ম্যাচ হারের পর ধবলধোলাই এড়াতে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিক্লপ নেই টাইগ্রেসদের।

আজ বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সুমাইয়া আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

আজ অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোব লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, কিম গ্রাথ।

এইচআর

Link copied!