Amar Sangbad
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪,

টি-২০ বিশ্বকাপ: পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিল্ডিংয়ে ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ২, ২০২৪, ০৯:০৭ পিএম


টি-২০ বিশ্বকাপ: পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিল্ডিংয়ে ক্যারিবীয়রা

আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসরে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাপুয়া নিউগিনি। এই ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

রোববার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

গেল বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে না পারা দলটা এবার রয়েছে দুর্দান্ত ছন্দে। বেশিরভাগ ক্রিকেটার খেলেছেন আইপিএল, সেই অভিজ্ঞতা এখন বিশ্বকাপে কাজে লাগানোর পালা।

রভম্যান পাওয়েলের নেতৃত্বে ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক জনসন চার্লস, ব্রেন্ডন কিংস, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলরা। বোলিংয়ে আলজারি জোসেফ, গুদাকেশ মোতিরা হতে পারেন ভরসার নাম।

প্রভিডেন্স স্টেডিয়ামের ঠাণ্ডা আবহাওয়া ও সতেজ উইকেট বিবেচনায় প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ।

এদিকে পাপুয়া নিউগিনি টনি উরার ওপর নির্ভরশীল দল। দেশটার একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান তিনি। তাছাড়া আসাদ ভালা, চার্লস আমিনিরা পারফর্ম করলে ক্যারিবিয়ানদের জন্য চ্যালেঞ্জ হবে জয় পাওয়া। 

পাপুয়া নিউগিনি একাদশ: টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লেস আমিনি, কিপলিং দোরিগা, আলেই নাও, চাদ সোপার, কাবুয়া মোরেয়া ও জন কারিকো।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ব্রান্ডন কিং, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।

ইএইচ

Link copied!