Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশ্বকাপের প্রতি ডটবলে দুটি করে গাছ লাগাবেন সামছুল আলম সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২৪, ০৫:৫১ পিএম


বিশ্বকাপের প্রতি ডটবলে দুটি করে গাছ লাগাবেন সামছুল আলম সাদ্দাম

চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতিটি ‘ডট বল’ এ দুটি করে গাছ লাগানোর মতো ব্যতিক্রম উদ্যোগের কথা জানিয়েছেন লেখক, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক সামছুল আলম সাদ্দাম৷

শনিবার ডালাসে শ্রীলংকানদের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পরেই এমন ব্যতিক্রমী উদ্যোগের কথা জানান তিনি৷

জানতে চাইলে সামছুল আলম সাদ্দাম বলেন, ক্রিকেট একটি ভ্রাতৃত্বের খেলা৷ বিশ্বকে একত্রিত করার খেলা৷ সুখী, সমৃদ্ধ এবং মানবিক বিশ্বের প্রত্যাশায় ক্রিকেট৷ ক্রিকেট শুধু চার-ছক্কা আর জয় পরাজয়ের খেলা নয় বরং বিশ্বকে বাঁচাতে সহযোগিতারও খেলা৷ বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত বিশ্ব তার তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে৷ তাপদাহ আর বৈরী আবহাওয়ায় আমরা আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী৷ সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি চলমান বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিটি ডট বলের বিপরীতে দুটি করে চারাগাছ রোপণ করবো৷

সাদ্দাম বলেন, বিশ্বকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে৷ প্রাকৃতিক বিপর্যয় আর বৈরী আবহাওয়া থেকে রেহাই পেতে আমাদের গাছ লাগানোর বিকল্প নেই৷ সুতরাং বৈশ্বিক উষ্ণায়ন রোধে এই ক্ষুদ্র প্রচেষ্টা করছি৷

সাদ্দাম আরও বলেন, আমি একটা বিশেষায়িত টিম করে এসব গাছ লাগানোর পরিকল্পনা করেছি৷ ঢাকার আশেপাশে সরকারি বিভিন্ন খাস-জমি এবং রাস্তায় পাশে এসব গাছ রোপণ করা হবে৷ তাছাড়া এগুলো সঠিকভবলাবে বেড়ে ওঠার জন্য অন্তত দুইমাস আমাদের টিম এসব গাছের পরিচর্যা করবে৷ বিশ্বকে বাঁচাতে আমাদের সবাইকে একযোগে ক্ষুদ্র ক্ষুদ্র উদাহরণ তৈরি করতে হবে৷

ইএইচ

Link copied!